|
|
|
1396 | 01-06-2023 KOLKATA |
VANDE BHARAT TRAIN SERVICES |
METRO RAILWAY KOLKATA PRESS RELEASE VANDEBHARATTRAINSERVICES Kolkata, 1st June, 2023 Vande Bharat Express Train is India's first Semi High-Speed train set with quick accelerationand contemporary passenger amenities. The First Vande Bharat Express was flagged off byHon'ble Prime Minister of India Shri Narendra Modi on 15th Feb’2019 between New DelhiandVaranasi,UP.VandeBharattrainsareleadingexampleofMake-in-Indiainitiative.These state-of-the-art semi high speed distributed power trains are indigenously designed andarebeingmanufacturedcurrentlyinIntegralCoachFactory,Chennai.Thesetrainsaremeeting all the international safety and comfort related standards including Train Collisionavoidancesystem(Kavach).Testedatspeedof180kmph,VandeBharatExpressisoperating at maximum speed of 160 kmph. It aims to provide a totally new travel experiencetopassengers. Speed, Safetyand Servicearethe hallmarks ofthis train. Till date, 36 services of Vande Bharat Trains have started on 18 routes. These trains haveconnected 22 states and more than 100 districts of the country which has helped to stimulatelocal economies and support small businesses in the areas it serves. Presently, Vande Bharatis serving people at 99 Unique stoppages. So far (till 21.05.2023), Vande Bharat Trains havecovered38,43,934.12 Kms which is equivalent to 95.64 rounds ofthe Earth. VandeBharatExpressTrainshavecapturedtheimaginationofpublicmagnanimously.EagernesstotravelinVandeBharattrainsamongstthepubliccanbewellunderstoodwiththe high occupancy rate registered. As per the data from 01.04.2023 till 30.05.2023, allservicesofVandeBharattrainshavehighpatronage.36serviceshaveapprox.100%occupancy. ThenextVandeBharatServiceisslatedforGoa-Mumbairoute.ItisexpectedthatbytheendofJune2023, allthe states shall beconnectedwith thisprestigious train. RunningVandeBharattrains # | Route | States/UT | 1 | NewDelhi- Kanpur Central-PrayagrajJn- Varanasi | NewDelhi, UP | 2 | New Delhi - Ambala Cantt - Ludhiana -JammuTawi - Shri MataVaishnoDevi Katra | New Delhi, Haryana, PunjabJammu &Kashmir | 3 | Gandhinagar Capital - Ahmedabad - Vadodara - Surat - MumbaiCentral | Gujarat,Maharashtra | 4 | AmbAndaura-UnaHimachal-Chandigarh-Ambala -NewDelhi | Himachal Pradesh, Chandigarh,Haryana,Delhi | 5 | ChennaiCentral-Katpadi-Bengaluru -Mysuru | TamilNadu,Karnataka | 6 | Bilaspur- Raipur-Nagpur | Chhattisgarh,Maharashtra | 7 | NewJalpaiguri- Barsoi-MaldaTown - Howrah | WestBengal | 8 | Visakhapatnam - Rajahmundry - Vijayawada - Kazipet-Secunderabad | AndhraPradesh,Telangana | 9 | MumbaiCSMT -Lonavala-Pune-Solapur | Maharashtra | 10 | MumbaiCSMT -Dadar-Thane -NasikRoad -SainagarShirdi | Maharashtra | 11 | Bhopal - ViranganaLaxmibai - Gwalior - Agra Cantt -HazratNizammuddin | MadhyaPradesh,UP,Delhi | 12 | Secunderabad-Nalgonda- Guntur-Ongole-Nellore-Tirupati | Telangana,AndhraPradesh | 13 | Chennai-Salem-Erode-Tiruppur-Coimbatore | Tamil Nadu | 14 | Ajmer-Jaipur-Alwar -Gurgaon-DelhiCantt | Rajasthan,Haryana,Delhi | 15 | Thiruvananthapuram-Kasargod | Kerala | 16 | Puri- Howrah | Odisha,WestBengal | 17 | NewDelhi-MeerutCity-Saharanpur-Haridwar-Dehradun | Uttarakhand,UP,Delhi | 18 | Guwahati-NJP | Assam,WestBengal | 19 | Rakefor Goa(Madgaon)-CSMTMumbai | 20 | Onerake isundertrial | 21 | One rake isunderPOH | ●36servicesstarted,and2moreserviceswillstartshortly ●States/UTscovered:AndhraPradesh,Assam,Bihar,Chandigarh,Chhattisgarh,Delhi,Gujarat,Haryana,HimachalPradesh,Jammu&Kashmir,Karnataka,Kerala,Maharashtra,Odisha, Punjab, Rajasthan, Tamil Nadu, Telangana, Uttar Pradesh, Uttarakhand, West Bengal.
বন্দে ভারত ট্রেন পরিষেবা
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন যা অতি দ্রুত গতিবেগ বৃদ্ধি করতে সক্ষম এবং আধুনিক যাত্রী স্বাচ্ছন্দযুক্ত। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ১৫ ই ফেব্রুয়ারি নয়াদিল্লি ও বেনারস এর মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করেন। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের উৎকৃষ্টতম নিদর্শন এই ট্রেন। অত্যাধুনিক সেমি হাই স্পিড এই ট্রেনগুলির নকশা আমাদের দেশেই তৈরি এবং বর্তমানে চেন্নাই এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন সেটগুলি উৎপাদিত হচ্ছে। ট্রেন সংঘর্ষ প্রতিরোধী ‘কবচ’ ব্যবস্থা সহ আন্তর্জাতিক সুরক্ষা ও স্বাচ্ছন্দ সংক্রান্ত বিধি মেনেই এই ট্রেনগুলি উৎপাদন করা হচ্ছে। প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে চালিয়ে পরীক্ষা করা হয়েছে এই ট্রেনগুলি। বর্তমানে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় চালানো হচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের এক নতুন যাতায়াত ব্যবস্থার সঙ্গে পরিচিত করানোই এই ট্রেন চালানোর মুখ্য উদ্দেশ্য। গতি , সুরক্ষা এবং উন্নত পরিষেবা - এই ট্রেন এর তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখনও পর্যন্ত, ১৮ টি রুটে ৩৬ টি পরিষেবা দিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। দেশের ২২ টি রাজ্যের ১০০ টি জেলাকে যুক্ত করেছে এই ট্রেন। যার ফলে উপকৃত হচ্ছে স্থানীয় অর্থনীতি এবং ক্ষুদ্র ব্যবসা। বর্তমানে ৯৯ টি স্টেশনের যাত্রীদের পরিষেবা দিচ্ছে এই ট্রেন। ২১/০৫/২০২৩ তারিখ পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ৩৮,৪৩,৯৩৪.১২ কিমি পথ অতিক্রম করেছে যা এই পৃথিবীকে ৯৫.৬৪ বার প্রদক্ষিণ করার সমতুল্য। জনমনকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতে সফর করতে যে তারা অত্যন্ত উদগ্রীব তা এই ট্রেনগুলির আসন সংরক্ষণ তালিকা থেকে পরিস্কার। ০১/০৪/২০২৩ থেকে ৩০/৫/২০২৩ পর্যন্ত সমস্ত বন্দে ভারত পরিষেবা যাত্রীদের থেকে বিপুল সাড়া পেয়েছে। ৩৬ টি পরিষেবার সমস্ত আসন ভর্তি ছিল। পরবর্তী বন্দে ভারত পরিষেবা চলবে গোয়া - মুম্বাই রুটে। আগামী জুন,২০২৩ এর মধ্যে দেশের সমস্ত রাজ্যে পৌঁছে যাবে মর্যাদার প্রতীক এই ট্রেন। বন্দে ভারত ট্রেন চলছে যে সব জায়গায় : ক্রমিক সংখ্যা | রুট | রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল | ১ | নয়াদিল্লি - কানপুর সেন্ট্রাল - প্রয়াগরাজ জংশন - বারাণসী | নয়াদিল্লি , উত্তরপ্রদেশ | ২ | নয়াদিল্লি - আম্বালা ক্যান্ট - লুধিয়ানা - জম্মু তাওয়াই - শ্রীমাতা বৈষ্ণদেবী কাটরা | নয়াদিল্লি , হরিয়ানা , পাঞ্জাব , জম্মু ও কাশ্মীর | ৩ | গান্ধীনগর ক্যাপিটাল - আমেদাবাদ - বদোদারা - সুরাত - মুম্বাই সেন্ট্রাল | গুজরাট , মহারাষ্ট্র | ৪ | অম্বআন্দুরা - উনা হিমাচল - চন্ডিগড় - আম্বালা - নয়াদিল্লি | হিমাচল প্রদেশ , চন্ডিগড় , হরিয়ানা , দিল্লি | ৫ | চেন্নাই সেন্ট্রাল - কাটপাডি - বেঙ্গালুরু - মাইসুরু | তামিলনাড়ু , কর্ণাটক | ৬ | বিলাসপুর - রায়পুর - নাগপুর | ছত্তিশগড় , মহারাষ্ট্র | ৭ | নিউ জলপাইগুড়ি - বারসোই - মালদা টাউন - হাওড়া | পশ্চিমবঙ্গ | ৮ | বিশাখাপত্তনম - রাজামুন্দ্রি - বিজয়ওয়াদা - কাজিপেট - সেকান্দ্রাবাদ | অন্ধ্রপ্রদেশ , তেলেঙ্গানা | ৯ | মুম্বাই সি এস এম টি - লোনাভালা - পুনা - সোলাপুর | মহারাষ্ট্র | ১০ | মুম্বাই সি এস এম টি - দাদার - থানে - নাসিক রোড - সাইনগর শিরডি | মহারাষ্ট্র | ১১ | ভোপাল - বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ - গোয়ালিয়র - আগ্রা ক্যান্ট - হজরত নিজামুদ্দিন | মধ্যপ্রদেশ , উত্তরপ্রদেশ , দিল্লি | ১২ | সেকেন্দ্রাবাদ - নালগোন্ডা - গুন্টুর - অঙ্গল - নেল্লোর - তিরুপতি | তেলেঙ্গানা , অন্ধ্রপ্রদেশ | ১৩ | চেন্নাই - সালেম - ইরোড - তিরুপপুর - কোয়েম্বাটোর | তামিলনাড়ু | ১৪ | আজমের - জয়পুর - আলোয়ার - গুরগাওঁ - দিল্লি ক্যান্ট | রাজস্থান , হরিয়ানা , দিল্লি | ১৫ | তিরুঅনন্তপুরম - কাসারাগোড় | কেরালা | ১৬ | পুরী - হাওড়া | ওড়িশা , পশ্চিমবঙ্গ | ১৭ | নয়াদিল্লি - মিরাট সিটি - সাহারানপুর - হরিদ্বার - দেরাদুন | উত্তরাখন্ড , উত্তরপ্রদেশ , দিল্লি | ১৮ | গুয়াহাটি - এন জে পি | অসম ,পশ্চিমবঙ্গ | ১৯ | গোয়া (মাডগাঁও) - মুম্বাই সি এস এম টি এর জন্য একটি রেক | | ২০ | একটি রেক পরীক্ষণাধীন | | ২১ | একটি রেকের পি ও এইচ চলছে | | ·৩৬ টি পরিষেবা চালু হয়েছে এবং আরো দুটি পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে। ·যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিষেবা : অন্ধ্রপ্রদেশ , অসম , বিহার , চন্ডিগড় , ছত্তিসগড় , দিল্লি , গুজরাট , হরিয়ানা , হিমাচল প্রদেশ , জম্মু ও কাশ্মীর , কর্ণাটক , কেরালা , মহারাষ্ট্র , ওড়িশা , পাঞ্জাব , রাজস্থান , তামিলনাড়ু , তেলেঙ্গানা , উত্তরপ্রদেশ , উত্তরাখন্ড , পশ্চিমবঙ্গ।
|
|
|
|
|